Achivement

২ এপিবিএন কর্তৃক ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া ০১ টি মোবাইল ও ০২ টি টিভি উদ্ধারসহ ০১ জন চোর গ্রেফতার।

জনৈক বলাই চন্দ্র পাল(২৪), পিতা- মৃত গঙ্গা জীবন চন্দ পাল, মাতা- মাখন রানী পাল, সাং- রঘুনাথপুর (নতুন বাজার), থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ ইং ০৮/১১/২০২৩ তারিখ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশ বরাবর একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগে তিনি উল্লেখ করেন যে, ইং ০৮/১১/২০২৩ তারিখ রাত্রী অনুমান ০১.০০ ঘটিকা হতে ০৪.০০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাতনামা ব্যাক্তি/ব্যাক্তিরা তার নিজ বসত বাড়ীর উত্তর দিকের শোয়ার ঘরে সিধ কেটে সঙ্গোপনে প্রবেশ করে ০১ (এক)টিWisdom Share Smart Cloud Tv, যার আনুমানিক মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা ও ০১(এক) টি Realme মোবাইল ফোন যার মডেল নং- Rmx3195, যার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। ভিকটিম ভোর ০৪.০০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে তার ঘরে টিভি ও মোবাইল দেখতে না পেয়ে ইং ০৮/১১/২০২৩ তারিখ সকালে মুক্তাগাছা থানায় ০১ টি জিডি করে (যার নং-৩৭৬ তারিখ- ০৮/১১/২০২৩ খ্রিঃ) এবং আইনগত সহায়তা চেয়ে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে একটি অভিযোগ করে। ভিকটিমের দেওয়া উক্ত অভিযোগ এবং জিডির প্রেক্ষিতে ২ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৭৯/২৩ ও জিডি নং- ৩১/২৩ তারিখ- ০৮/১১/২০২৩ খ্রিঃ মূলে পুলিশ পরিদর্শক(নিঃ) এ,বি,এম সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ০৮/১১/২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় দুপুর ১৪.০০ ঘটিকা হতে অভিযান শুরু করে বিভিন্ন তথ্য উপাত্ত এবং এপিবিএন হেডকোয়ার্টার্সের সিআইএ/এলআইসি শাখার উন্নত প্রযুক্তির সহায়তায় রাত্রী ১৮.০০ ঘটিকার সময় মুক্তাগাছা থানাধীন চৌরাঙ্গীমোড় হতে ১। মোঃ ফখরুল হাসান অনিক@শাওন(২৭), পিতা- মৃত মহিউদ্দিন আহম্মেদ বুলবুল, মাতা- ফেরদৌসা বেগম, সাং- রঘুনাথপুর, ২নং বড়গ্রাম ইউপি, থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে, ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইং ০৮/১১/২০২৩ রাতে ভিকটিমের বাড়ীতে চুরি করেছে মর্মে স্বীকার করে এবং চুরির মালামাল তার নিজ বাড়ীতে আছে বলে জানায়। ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ীতে ইং ০৮/১১/২০২৩ তারিখ রাত্র ১৯.৫৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে (ক) ০১ (এক) টি 32" Wisdom Share Smart Cloud Tv, যার আনুমানিক মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা, (খ) ০১(এক) টি Realme মোবাইল ফোন যার মডেল নং-Rmx3195, যার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং (গ)০১ টি 32" SONY K10N LED টিভি যার মূল্য অনুমান ২৩,০০০/-(তেইশ হাজার) টাকা। সর্বমোট ০২ টি টিভি ও ০১ টি মোবাইল ফোনের মোট মূল্য ৫৮,০০০/- (আটান্ন হাজার) টাকা ধৃত আসামীর দেখানো মতে উপস্থিত সাক্ষি (১)এনএম জাহিদ হাসান(২২), পিতা- মোঃ মাঈন উদ্দিন আহম্মেদ, মাতা- মোছাঃ জাহানারা বেগম, সাং- রঘুনাথপুর, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ, (২) শ্রী পলাশ মিত্র(২৮), পিতা- শ্রী রাখাল মিত্র, মাতা- রাধা রানী মিত্র, সাং- রঘুনাথপুর, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের উপস্থিতিতে এসআই(নিঃ) মোঃ আঃ জলিল ইং ০৮/১১/২০২৩ তারিখ রাত্র ২০.৩০ ঘটিকায় জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষিদের স্বাক্ষর গ্রহন করে। এ সময় ২ নং সাক্ষী শ্রী পলাশ মিত্র(২৮) জানায় উদ্ধারকৃত টিভির মধ্যে বর্ণিত ‘গ‘ নং আলামত Sony কোম্পানির ০১ টি টিভি তার বসতবাড়ী হতে একই তারিখ রাতে চুরি হয়েছে।ধৃত আসামীকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ২ এপিবিএন অপস এন্ড ইন্টেলিজেন্স শাখায় এনে ভিকটিমকে মালামাল উদ্ধারের বিষয়ে মোবাইল ফোনে জানালে বাদী অপস এন্ড ইন্টেলিজেন্স শাখায় এসে তার চুরি যাওয়া ০১ টি মোবাইল ফোন, ০১ টি এ্যান্ড্রয়েট টিভি সনাক্ত করে। পরবর্তীতে ধৃত আসামী, চোরাই মালামালসহ মুক্তাগাছা থানায় সৌপর্দ করা হয়। ভিকটিম বলাই চন্দ্র পাল(২৪), ধৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় নিয়মিত মামলা রুজু করে (যার নং-০৮ তারিখ- ০৯/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড)।

Our others achivements