Achivement

২ এপিবিএন এর অভিযানে ০৪ (চার) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-১৫/২৪, জিডি নং-১২৪/২৪, তারিখ-০৯/০৫/২০২৪খ্রিঃ মূলে টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন ধনবাড়ী থানাধীন ভাইঘাট বাজারে অবস্থান কালে ০৯/০৫/২০২৪ ইং তারিখ অনুমান ১৮.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ৬নং মির্জাবাড়ি ইউনিয়ন ওয়ার্ড নং-০৭ রাধাপাল বাড়ি গ্রামস্থ জয়নালের মোড়ে (জয়নালের দোকানের) সামনে কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় ফোর্সসহ ০৯/০৫/২০২৪ ইং তারিখ অনুমান ১৯.২০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ হারুনর রশিদ (৫০), পিতা-মৃতঃ জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ হাবিজা বেগম, সাং-রাধাপালবাড়ি, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল‘কে আটক করে। ধৃত আসামী মোঃ হারুনর রশিদ এর দেহ তল্লাসী করে ০৪ (চার) গ্রাম হেরোইন (মাদক) উপস্থিত সাক্ষীদের সামনে ১৯.৩০ ঘটিকার সময় জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ কালে সে উপরে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে এবং সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য হেরোইন ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। উল্লেখ্য যে, আসামীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মধুপুর থানার মামলা নং- ০৩, তারিখ-০৯/০৫/২০২৪ খ্রিঃ,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(ক) রুজু করা হয়।

Our others achivements