Achivement

হারানো মোবাইল উদ্ধার।

একটি Samsung M21 মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্তে সুবল চন্দ্র পাল (৩৪), পিতা- ভুবেন চন্দ্র সরকার, মাতা- অর্চনা রানী পাল, সাং- ওয়ার্ড নং-০৮, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ মুক্তাগাছা থানার ডায়েরি নং ৪০ তাং ০১/০২/২৩ ইং করেন এবং একটি Infinix HOT 20 play মেবোইল হারিয়ে যাওয়া সংক্রান্তে মোঃ সুজা মিয়া (৫০), পিতা- কছিমদ্দীন, মাতা- জবেদা খাতুন, সাং- কবিরপুর আন্ধারিয়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর।শেরপুর সদর থানার ডায়েরি নং ৩৪৩ তাং ০৬/০১/২৩ করেন। ২ এপিবিএন এর অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অত্র ইউনিটের অপস এন্ড ইন্টেলিজেন্স টিম থানা থেকে জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেঃকোঃ এর এলআইসি শাখার সহায়তা নিয়ে মোবাইল ০২ টি উদ্ধার পূর্বক ২ এপিবিএন মুক্তাগাছার অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মহোদয় এর অনুমতিক্রমে অদ্য ২৮/০২/২০২৩ তারিখ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

Our others achivements