২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের সাইবার টিম (মেটা-১/২) মোবাইল হারানো জিডির কপিসমূহ যথাক্রমে ১। হোসেনপুর থানার জিডি নং-৫৫৪ তাং- ১৩/০৪/২০২৩ খ্রিঃ, ২। টঙ্গী পূর্ব থানার অভিযোগের তারিখ-১০/০৬/২০২৩ খ্রিঃ, ৩। লালবাগ থানার জিডি নং- ৮২৫ তাং- ১৭/০৫/২০২৩ খ্রিঃ, ৪। হাতিয়া থানার জিডি নং- ৩৬১ তাং- ০৯/০৩/২০২১ খ্রিঃ ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ১। কেরানীগঞ্জ মডেল থানার জিডি নং- ৪৬৭ তাং-০৭/১০/২০২৩ খ্রিঃ, ২। মুক্তাগাছা থানার জিডি নং- ১৫২০ তাং- ৩০/১০/২০২৩ খ্রিঃ কপিসমূহ এবং হ্যাক হওয়া Whatsapp আইডির মুক্তাগাছা থানার জিডি নং- ১২৬৫ তাং- ২৫/১০/২০২৩ খ্রিঃ এর কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল ১।Samsung Galaxy A03s, ২। Redmi S2, ৩। Samsung Galaxy J7, ৪। Redmi 9C সর্বমোট ০৪ টি মোবাইল ফোন, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ২২,৭০০/- এবং ৯০০০/- টাকা এবং ০২ টি হ্যাক হওয়া Whatsapp আইডি উদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের উপস্থিতিতে ইং ০২/১১/২০২৩ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ০৪ টি মোবাইল ফোনসহ বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৩১,৭০০/- (একত্রিশ হাজার সাতশত) টাকা এবং ০২ টি হ্যাক হওয়া Whatsapp আইডি উদ্ধার পূর্বক প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই(নিঃ) আল আব্দুল্লাহ এবং এ্যাডজুটেন্ট পুলিশ পরিদর্শক(সঃ) মোঃ মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।