Achivement

৪০৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার।

২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম, ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৯/০৩/২০২৩ খ্র্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন কানা পাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ১। আব্দুর রহমান (৩৯), পিতা-আব্দুল ছালাম, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-রোয়াজা পাড়া, গোয়ালিয়া খোলা, ২নং ওয়ার্ড, ৩নং সদর ইউপি, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান এবং আসামী- ২। মোঃ জাহেদ আলম (৪৩), পিতা-মৃত আবুল মঞ্জুর, মাতা- মৃত রমিজা বেগম, সাং-মাইজপাড়া, চৌধুরী হাট, ডেমশা ইউপিস্থ ০৫নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে আটক করা হয়। আটকের সময় ১নং আসামী আব্দুর রহমানের নিকট হইতে ৪,০৪০ (চার হাজার চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহারিত ০১(এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements