Achivement

২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক হারিয়ে যাওয়া ০৪ টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর।

মোবাইল ফোন হারিয়ে যাওয়া সংক্রান্তে বাদী ১। মোঃ রায়হান হোসেন (২৪), পিতা-আবুল কাসেম, গ্রাম-আলফালাহ গলি, ওয়ার্ড-৮নং (অংশ), থানা-খুলশী, জেলা-ট্টগ্রাম; খুলশী থানার সাধারণ ডায়েরী নং-২০৬, তাং-০৩/০৪/২০২৩খ্রিঃ ২। আরিফ হোসেন(২৮), পিতা-মৃত মোঃ শাহজান, গ্রাম/মহল্লা-রাজারামপুর, ইউনিয়ন-৩নং ভাদুর, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর; রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী নং-১২০৮, তাং-২৪/০১/২০২৩খ্রিঃ ৩। মোঃ তাজুল ইসলাম (৩৩), পিতা-মৃত আকামত আলী মাষ্টার, গ্রাম-উজিরপুর, ডাকঘর-কালিরহাট, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা; কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী নং-১৭৩০, তাং-২৩/০৭/২০২২খ্রিঃ ৪। মোঃ তছলিম উদ্দীন (২২), পিতা-মোঃ দিদারুর আলম, গ্রাম/মহল্লা-মিঠাছড়া, ইউনিয়ন/ওয়ার্ড-ফতেয়াপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম; চান্দগাঁও থানার সাধারণ ডায়েরী নং-৮৬০, তাং-১৪/০১/২০২৩ খ্রিঃ করেন।ততঃপ্রেক্ষিতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, মেঘলা বান্দরবানের সাইবার এনালাইসিস শাখা কর্তৃক সাইবার এনালাইসিস শাখার ফেইজবুক পেইজ www.facebook.com/ctap2 হতে মোবাইল হারানো জিডি কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় ০৪(চার) টি হারানো মোবাইল ফোন যথাক্রমে 1।OPPO A16C, 2। SAMSUNG GALAXY A13, 3। Redmi Note 11 , 4। MI 11X উদ্ধার করা হয়্।ইং ২৫/০৫/২০২৩ তারিখ ২ এপিবিএন এর অধিনায়ক মহোদয়ের উপস্থিতিতে উদ্ধারকৃত বিভিন্ন কোম্পানির ০৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

Our others achivements