Achivement

২ এপিবিএন কর্তৃক হ্যাক হওয়া ফেইসবুক আইডি উদ্ধার।

একটি ফেইসবুক আইডি হ্যাক হয়ে যাওয়া সংক্রান্তে মোঃ আনন্দ (১৯), কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১১১৪, তারিখ-২০/০৩/২০২২ খ্রিঃ) করেন। ততঃপ্রেক্ষিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সাইবার এনালাইসিস টিমের ইনচার্জ এএসআই(নিরস্ত্র) আল আবদুল্লাহ এবং সঙ্গীয় সদস্যরা অত্র ইউনিটের সাইবার এনালাইসিস শাখার ফেইজবুক পেইজ Cyber Team 2 APBn হতে ভিকটিমের দেওয়া জিডির কপি সংগ্রহ পূর্বক ফেইসবুক আইডি ফেরত করতঃ হ্যাকারের দাবি করা ৪,০০০/- টাকার বিকাশ নম্বরের দেওয়া তথ্য অনুযায়ী অবস্থান পর্যবেক্ষন এবং টিমের কৌশলগত সম্বিলিত প্রচেষ্টার মাধ্যমে হ্যাকারের কাছ হতে ফেইসবুক আইডিটি উদ্ধার করতে সক্ষম হন।অদ্য ২৩/০৩/২০২৩ খ্রিঃ তারিখ ২ এপিবিএন এর সাইবার এনালাইসিস টিম কর্তৃক ফেইসবুক আইডিটি প্রকৃত মালিকের নিকট ফেরত প্রদান করা হয়।

Our others achivements