অদ্য ইং ২৪/০২/২০২৩ তাং ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মহিউদ্দিন আহমেদ, পিপিএম, এএসআই (নিঃ) আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৪/০২/২৩ খ্রিঃ বান্দরবান সদর থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে রাত ২২:০৫ ঘটিকায় বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌধুরী মার্কেটের মেসার্স সুধাময়ী ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী-১। যিশু দাশ (২৩), পিতা-মৃত নুকুল চন্দ্র দাশ, মাতা-পারু বালা দাশ, সাং-মধ্যম পাড়া, কাজল বাবুর বিল্ডিং এর পিছনে, ৪নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, আসামী-২। মোঃ ফয়জুল করিম (২৬), পিতা-মৃত লাল মিয়া, মাতা-আনুয়ারা বেগম, সাং-ঘোনাপাড়া ০৫নং ওয়ার্ড, চৌফলদন্ডী, থানা ও জেলা-কক্সবাজার, এ/পি-জনৈকা দিপালী দাশ, পিতা-মৃত চন্দ্র কুমার দাশ, ১নং সড়ক, বনরূপা পাড়া, ০৬নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা এর ৩ তলা ভবনের নীচ তলার ভাড়াটিয়া, তাহাদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ২০০+৩০=২৩০ (দুইশত ত্রিশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহারিত ০৪(চার) টি মোবাইল ফোন ও একটি মটর সাইকেল সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার করা হয়। গেফতারকৃত আসমীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।