১৯/০২/২০২৩ তাং রাতে মুক্তাগাছা থানাধীন আরকে উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে `পালকি` পরিবহনের লেগুনা যাহার রেজিঃ নং ময়মনসিংহ- চ-১১-০১৯৬ নামে একটি গাড়ি চুরি হয়।উক্ত গাড়ি উদ্ধারের নিমিত্তে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় অপস টিমের এসআই (নিঃ) আসাদুজ্জামান , ইন্টিেলিজেন্স টিমের এএসআই (নিঃ) সফিক ও সঙ্গীয় ফোর্সসহ গত ০৫/০৩/২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা হইতে ০৭/০৩/২৩ তাং ভোর রাত পর্যন্ত ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় ও ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে চোর চক্রের মুল হোতাসহ ০৪ জনকে আটক সহ চুরি কৃত মালামাল আসামিদের দেখানো ও গাড়ির মালিকের সনাক্তমতে ০১ টি ইঞ্জিন, ৫টি টায়ার, ৪টি রিং,১টি গিয়ারবক্স, ১টি ব্যাটারি, ১টি গ্রেন্ডিং মেসিন, ১২ টি কাটার ব্লেড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যন্ত্রাংশের মুল্য অনুমান ১৫৯৫২০/- টাকা। আসামিরা গাড়িটাকে পার্টে পার্টে খুলে ফেলে এবং বডি বিভিন্ন ভাঙ্গারি দোকানে বিক্রয় করে ফেলে। আটককৃত ব্যাক্তিরা যথাক্রমে ১) মোঃ পারভেজ(২৮), ২)মোঃ জহির(৩৮),৩)মোঃ ফিরোজ আলম(২৮),৪)মোঃ শফিকুল ইসলাম (৩৬)। এই সংক্রান্তে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।