Achivement

০২ জন প্রতারক গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৪/০৮/২০২৩ তারিখ ১৮.৩৫ ঘটিকার সময় নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন জালশুকা গ্রামস্থ শ্যামগঞ্জ পুরাতন বাজারে চাঁন সুপার মার্কেটের নাকিব মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে ১। মোঃ হানিফ মিয়া(১৮), পিতা- মোঃ বাচ্চু মিয়া, মাতা- মোছাঃ হালেমা খাতুন, সাং- পাবই, ২। মোঃ সিয়াম মিয়া(১৬), পিতা- মোঃ ফজলু মিয়া, মাতা- ছফুরা আক্তার, সাং- মহিষবেড়, উভয় থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোনাদ্বয়কে তাদেরে দোকান হতে (ক) ০২ টি SSC পরীক্ষার জাল সার্টিফিকেট (খ) ০২ টি JSC পরীক্ষার জাল সার্টিফিকেট (গ) ০৫ টি বিভিন্ন ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্র (ঘ) একটি কম্পিউটার মনিটর (ঙ) 01 টি পুরাতন সচল HP কোম্পানির CPU (চ) একটি পুরাতন সচল কালো রংয়ের প্রিন্টার (ছ) একটি A4TECH কি-বোর্ড (জ) একটি A4TECH মাউচ, (ঝ) কম্পিউটারে ব্যবহারের জন্য বিভিন্ন সাইজের ০৫ (পাঁচ) টি ক্যাবল গ্রেফতার করা হয়।ধৃত আসামীদ্বয দীর্ঘদিন যাবত বর্নিত দোকানে অনলাইন হতে সার্টিফিকেট সংগ্রহ করে ডিজিটাল ডিভাইস কম্পিউটারে ফটোশপ এ্যাপস্ ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণা করার উদ্দেশ্যে জাল সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্র প্রস্তুত করে এবং জাল সার্টিফিকেটকে খাটি সার্টিফিকেট হিসেবে ব্যবহারের জন্য বিভিন্ন লোকের কাছ থেকে আর্থিক সুবিধার বিনিময়ে সরবরাহ করে আসছে। একই সাথে বিভিন্ন সরকারী কর্মকর্তার নাম ও স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকান্ড করে আসছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বধলা থানার মামলা নং-১২, তাং-১৫/৮/২০২৩খ্রিঃ, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৪২০/৪৬৫/৪৭১/৪৭৩ রুজু করা হয়।

Our others achivements