Achivement

২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক পরিত্যক্ত অবস্থায় ০২(দুই) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টর্স, মেঘলা, বান্দরবানের এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান থানাধীন, রেইচা বাজার, গোয়ালিয়া খোলা রাস্তার মাথা, ওয়ার্ড নং-০৫, পাকা রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০২ (দুই) লিটার দেশীয় চোলাই মদ উপস্থিত স্বাক্ষিদের উপস্থিতিতে উদ্ধার করা হয়। এ বিষয়ে বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরী নং-৮২০ তারিখঃ ১৮/০৯/২৩ খ্রিঃ মূলে, উল্লেখিত আলামত বান্দরবান সদর থানায় বুঝিয়ে দেওয়া হয়।

Our others achivements