জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া প্রদানপূর্বক বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “এসডিজি প্রগ্রেস” পুরস্কারে ভূষিত করা হয়েছে। সম্মানজনক এ পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।