২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মাইকেল বনিক, এএসআই/ রবিউল করিম সিকদার, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪ নং সুয়ালক ইউনিয়নের লম্বা রাস্তা মৎস্য হ্যাচারি সংলগ্ন কেরানীরহাট- বান্দরবানগামী প্রধান রাস্তার পূর্ব পার্শ্বের রাস্তার উপর হতে একটি খয়েরি রংয়ের টাটা পিকআপ গাড়ি যহার মডেল নং-3.0L, পিকআপ টির সামনে নেমপ্লেটে রেজি নং- রংপুর-নং-১১-০৮৫৭ লিখা রয়েছে। উক্ত গাড়িতে সর্বমোট ৫৯ টি গোদা কাঠের খন্ড ৩৭.১৮ ঘনফুট (যার মোট মূল্য=৪৪,৬১২/- টাকা) উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত গোদা কাঠ সাক্ষীদের উপস্থিতিতে ইং ৮/০৯/২০২৩ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফরেষ্ট বিভাগ বান্দরবান এর নিকট হস্তান্তর কার হয়।