Achivement

২ এপিবিএন সাইবার এনালাইসিস শাখা কর্তৃক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার।

গত ১৪/০৬/২২ খ্রিঃ তারিখ প্রায় ২৮,০০০/- টাকা মূল্যের একটি realme 10 মডেলের মোবাইল ফোন হারিয়ে যাওয়া সংক্রান্তে নুশরাত জাহান পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন (যাহার নং-৭৮২, তাং-১৪/০৬/২২ খ্রিঃ)।২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সাইবার এনালাইসিস শাখার এএসআই (নিরস্ত্র) আল আবদুল্লাহ ও সঙ্গীয় সদস্য অত্র ইউনিটের সাইবার এনালাইসিস শাখার ফেইজবুক পেইজ www.facebook.com/ctap2 হতে ভিকটিমের দেওয়া জিডির কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেঃকোঃ এর এলআইসি শাখার সহায়তা নিয়ে realme 10 মডেলের মোবাইল ফোনটি উদ্ধার করেন। অদ্য ২৬/০৩/২০২৩ খ্রিঃ ২ এপিবিএন এর অধিনায়ক মহোদয় উদ্ধারকৃত ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

Our others achivements