২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-১৫৭/২৩, তারিখঃ ২৭/০৮/২০২৩ খ্রিঃ মূলে ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের সাইবার (মেটা-৫) ও ইন্টেলিজেন্স টিমের সহায়তায় এসআই (নিঃ)/মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং ২৭/০৮/২০২৩ তারিখ ১৭:৫০ ঘটিকার সময় বান্দরবান সদর থানাধীন বান্দরবান বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বান্দরবার জেলার সদর থানাধীন বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে সাতকানিয়া টেলিকম এন্ড ষ্টেশনারী নামের একটি দোকানের সামনে কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে জুয়া খেলতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৭/০৮/২০২৩খ্রিঃ তারিখ ১৮.২০ ঘটিকার সময় বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান পৌরসভার ০১নং ওয়ার্ডের বালাঘাটা বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে সাতকানিয়া টেলিকম এন্ড ষ্টেশনারী নামে মোঃ দেলোয়ার হোসের এর দোকানের সামনে হতে আসামী- মোঃ মানিক (৪৮) কে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত-আসামী মোঃ মানিক (৪৮) এর ডান হাতে থাকা ০১ টি সচল নেভী ব্লউ রংয়ের Oppo A12 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার JeetWin প্লেয়ার আইডি (যেটি-Manik1231 নামে ব্যবহার করা) পাওয়া যায়। যাতে তার বর্তমান সর্বমোট ব্যালেন্স (বাংলাদেশী মূদ্রা) BDT ১০০০.০০ আছে এবং উক্ত JeetWin আইডি আরো পর্যালোচনার মাধ্যমে দেখতে পায় যে, ধৃত আসামী বিভিন্ন তারিখে বিভিন্ন পরিমাণ অনলাইনে জুয়ার অর্থ লেনদেন করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-৬, তারিখ-২৭/০৮/২০২৩খ্রিঃ মূলে ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা, তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩০(২) ধারায় মামলা রুজু করা হয়।