২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার জিডি নং-২০০, তারিখ- ০৫/৩/২০২৩ খ্রিঃ, কোতোয়ালী মডেল থানার জিডি নং-৩০৯৯ তাং- ৩১/১২/২০২২ খ্রিঃ, ফুলপুর থানার জিডি নং-৮৮১, তাং- ২১/৯/২০২২ খ্রিঃ, মুক্তাগাছা থানার জিডি নং-৩৪ তাং-০১/০৬/২০২৩ খ্রিঃ, শেরপুর জেলার শেরপুর সদর থানার জিডি নং-১২৬৪ তাং- ২৩/৪/২০২৩ খ্রিঃ, ঢাকা জেলার আশুলিয়া থানার জিডি নং- ১৩৮৩ তাং-২৩/৮/২০২২ খ্রিঃ, জিডি কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখা কর্তৃক ১।TECNO 4 POVA, ২।POCO M 3, ৩।VIVO Y 20, ৪। REALME C 25 S, ৫।REDMI A.1+ ৬। REALME C 25Y সর্বমোট ০৬ (ছয়) টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ২ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়ক মহোদয়ের উপস্থিতিতে ১৩/৭/২০২৩ খ্রিঃ তারিখ প্রকৃত মালিকগনের নিকট হস্তান্তর করা হয়।