Achivement

২ এপিবিএন কর্তৃক ৭৭ (সাতাত্তর) বোতল বিদেশী মদ এবং মাদক বিক্রয়ের সর্বমোট ৪,০০০/- সহ ০১ জন গ্রেফতার ।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(নিঃ)/ এএসএম সামসুদ্দিন এর নৈতৃত্বে এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন এর অপাঃ এন্ড ইন্টিঃ শাখার সিসি নং- ৭১/২৩, জিডি নং-২০/২৩ তারিখ- ০৪/১০/২০২৩ খ্রিঃ মূলে মুক্তাগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে মুক্তাগাছা থানাধীন বাসস্ট্যান্ডে অবস্থানকালে ০৪/১০/২০২৩ ইং তারিখ ১৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মুক্তাগাছা থানাধীন বড়হিস্যা বাজার এলাকায় কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য বিদেশী মদ ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৪/১০/২০২৩ ইং তারিখ ১৪.৪০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বড়হিস্যা বাজার এলাকায় প্রধান সড়ক হতে ২০০ গজ উত্তরে কালীমন্দিরের পূর্বপাশ্বে বাসা নং-৪০৩ তপন কুমার সাহা(৩৩) এর বাসায় পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রী নিতাই সাহা (৩৩), পিতা- মৃত-মাধাই চন্দ্র সাহা, মাতা- দুলালী রানী সাহা, বাসা নং- ৪৬৬ এ/পি ৪০৩ বড়হিস্যা বাজার, থানা- মুক্তাগাছা, জেলা-ময়সমনসিংহকে আটক করা হয়। উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে তপন কুমার সাহা(৩৩)‘র বাসার ভাড়াটিয়া ধৃত আসামী শ্রী নিতাই সাহা (৩৩)‘র ঘর তল্লাশী করে (১) ১৫ বোতল লাল রংয়ের বিদেশী মদ প্রতিটি বোতল ৭৫০ এম.এল যার গায়ে ইংরেজিতে AC BLACK PURE AIN DELUXE, WHISKY, MADE IN INDIA লেখা আছে। যার মূল্য অনুমান ১৫×৩৫০০=৫২,৫০০/- (বায়ান্ন হাজার পাঁচশত)টাকা। (২) ৩০ বোতল সাদা রংয়ের বিদেশীমদ প্রতিটি ৭৫০ এম.এল যার গায়ে ইংরেজিতে ROYAL STAG ও MADE IN INDIA লেখা আছে। যার মূল্য অনুমান ৩০×৪০০০= ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা।(৩) ৩২ বোতল সাদা রংয়ের বিদেশী মদ প্রতিটির ওজন ৩৭৫ এম.এল যার মূল্য অনুমান ৩২×২০০০= ৬৪,০০০/-(চোষট্টি হাজার) টাকা যার গায়ে ইংরেজিতে MCDOWELL'S NO-1 LUXURY, PRODUC OF INDIA লেখা আছে। সর্বমোট ৭৭ (সাতাত্তর) বোতল বিদেশী মদ যার সর্বমোট ওজন ৪৫,৭৫০ এম.এল এবং মূল্য অনুমান ২,৩৬,৫০০/- (দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা) এবং মাদক বিক্রয়ের সর্বমোট ৪,০০০/- (চার হাজার) টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামী ১। শ্রী নিতাই সাহা (৩৩) মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-০৫ ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ২৪(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements