Achivement

একটি TECNO SPARK 5 Pro

একটি TECNO SPARK 5 Pro ও ০২ টি Redmi 9 মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্তে মুক্তাদি হাসান, পিতা- আবু হানিফা,সাং- গোয়ারী, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ, মোঃ বিপ্লব হোসেন, পিতা- মোঃ তোফাজ্জল হোসেন, সাং- কাগমারা, থানা- টাঙ্গাইল, জেলা- টাঙ্গাইল।এবং মোঃ আশরাফুল ইসলাম, পিতা- হযরত আলী, সাং- শ্রীদরদী, মুসলিম নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ মোবাইল হারানো সংক্রান্তে মুক্তাগাছা থানার হারানো ডায়েরি নং ১৩৭১তাং ৩০/০৩/২২, টাঙ্গাইল সদর থানার হারানো ডায়েরি নং ১২৪৩ তাং ২১/১২/২২ এবং ফতুল্লা মডেল থানার হারানো ডায়েরি নং-১৯০১ তাং ২৯/০৭/২২ করেন। ২ এপিবিএন এর অধিনায়ক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অত্র ইউনিটের অপস এন্ড ইন্টেলিজেন্স টিম থানা থেকে জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেঃকোঃ এর এলআইসি শাখার সহায়তা নিয়ে মোবাইলটি উদ্ধার করে। ২ এপিবিএন মুক্তাগাছার অধিনায়ক মহোদয় এর অনুমতিক্রমে অদ্য ১৭/০১/২০২৩ তাং মালিকের কাছে মোবাইল ০৩ টি হস্তান্তর করা হয়।

Our others achivements