Achivement

২ এপিবিএনের অভিযানে ১ (এক) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নেত্রকোনা জেলার, কেন্দুয়া থানাধীন ৫নং গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামস্থ ধৃত আসমী মোঃ হারুন এর বসতঘর এর সামনে পৌছে অভিযান পরিচালনা করে মোঃ হারুন (৪৫), পিতাঃ মৃত একবর আলী, মাতাঃ মোসাঃ আসীয়া খাতুন, সাং- গৈচাশিয়া, থানাঃ কেন্দুয়া, জেলাঃ নেত্রকোনা’কে ধৃত করে তার নিজ হেফাজত হতে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নেত্রকোনা জেলার, কোন্দুয়া থানায় মাদকদব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Our others achivements