Achivement

২ এপিবিএন কর্তৃক বিভিন্ন কোম্পানিট ০৪ টি হারানো মোবাইল উদ্ধার।

মোবাইল ফোন হারিয়ে যাওয়া সংক্রান্তে বাদী ১। সুবীর কান্তি দত্ত (২৮), পিতা-সুনীল কান্তি দত্ত, গ্রাম-উঃ সাধনপুর, ওয়ার্ড নং-৬, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম; বাঁশখালী থানার সাধারণ ডায়েরী নং-৬৮৭ তাং-১৩/০৮/২২খ্রিঃ ২। মোঃ মোরশেদ আলম (৩৩), পিতা-রফিক আহাম্মদ, গ্রাম-বহাদ্দারহাট, ওয়ার্ড-৪ নং, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম; চান্দগাঁও থানার সাধারণ ডায়েরী নং-১৩৪৫ তাং-২২/০১/২৩খ্রিঃ ৩। মোঃ এরফানুল হক (৩৯), পিতা-ছাদেক হোসেন, গ্রাম-বর বাড়ি, ওয়ার্ড-খাগরিয়া, থানা-বাঁশখালি, জেলা-চট্টগ্রাম; সাতকানিয়া থানার সাধারণ ডায়েরী নং-৬৫৮ তাং-১২/০৩/২৩খ্রিঃ ৪। ফাহমিদা সুলতানা (২০), পিতা- মোঃ শহিদুল্লাহ, থানা- পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম; কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী নং-৬৫৮, তাং-০৮/০৭/২২ খ্রিঃ করেন।২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, মেঘলা বান্দরবানের সাইবার এনালাইসিস শাখা কর্তৃক সাইবার এনালাইসিস শাখার পেইজবুক পেইজ www.facebook.com/ctap2 হতে মোবাইল হারানো সংক্রান্তে জিডি কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় ০৪(চার) টি হারানো মোবাইল ফোন যথাক্রমে 1। HUAWEI Y9, 2। Samsung Glaxy A03S, 3। Redmi Note 8 Pro, 4। Poco M3 উদ্ধার করা হয়্। ইং ২৪/০৫/২০২৩ তারিখ ২ এপিবিএন এর অধিনায়ক মহোদয়ের উপস্থিতিতে ফোন ০৪ টি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

Our others achivements