২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন সাইবার সেলের এসআই(নিঃ) মোঃ রবিউল আওয়াল এর নেতৃত্বে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৮৩/২০২৩ তারিখঃ ২৯/১১/২০২৩ ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ মুক্তাগাছা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন ২১.০৫ ঘটিকায় ময়মনসিংহ মুক্তাগাছা থানাধীন চৌরাঙ্গী মোড় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মোজাটি মসজিদ মোড় সংলগ্ন জনৈক সুফিয়া খাতুনের বাড়ীর ভিতর কতিপয় ব্যক্তি মোবাইল অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ ২১.১৫ ঘটিকায় মোজাটি মসজিদ মোড় সংলগ্ন জনৈক সুফিয়া খাতুনের বাড়ীতে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন লোক পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১।মোঃ আলাউদ্দিন(৩৭), পিতা- মৃত উসমান আলী, মাতা- আমেনা খাতুন, সাং- মোজাটি পূর্বপাড়া, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ এ/পি সাং- মোজাটি (জনৈক সুফিয়া খাতুনের বাড়ীর ভাড়াটিয়া), থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর শরীর তল্লাশি করে ডান হাতে ধরা অবস্থায় একটি Samsung Galaxy M-10 অ্যান্ড্রয়েট মোবাইল ফোন, যার কভারের উপর ইংরেজিতে Samsung লেখা আছে, যার IMEI No- 355539105961294/ 355540105961292,যাহাতে ব্যবহৃত সীম নং- ০১৩২০-৯৯১০৫১, ০১৯৩২-৮৭২৮৮২ পাওয়া যায়।ধৃত আসামীর ব্যবহৃত মোবাইল ফোনের Google Chrome Browser History পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার সাইট (১) tenx365 এজেন্ট আইডি (যারUser Name-amirbhai11) পাওয়া যায় যাহাতে বর্তমান ব্যালেন্স ৮০.৪৪ PBU (২) velkigames365 প্লেয়ার আইডি (যার User Name-minhaz04) (৩) Crickex প্লেয়ার আইডি (যার User Name- MdAmir) সহ একাধিক অনলাইন জুয়া খেলার অ্যাপস ও সাইট রয়েছে এবং বিভিন্ন তারিখ ও সময়ে অনলাইন জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করার তথ্য রয়েছে।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে।ধৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মামলা নং- ৩০, তারিখ-৩০/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।