একটি Redmi Note 10 pro মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্তে মোছাম্মদ ফারজানা ববি ইমা, পিতা-এয়ার মোহাম্মদ , গ্রাম-বলিরহাট(আংশিক),থানা-চাদঁগাও, জেলা-চট্টগ্রাম মোবাইল হারানো সংক্রান্তে চাদঁগাও থানায় মোবাইল হারানো ডায়েরি নং-১০৮৩ তাং ১৭/১১/২২ করেন। ২ এপিবিএন এর কমান্ডিং অফিসার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অত্র ইউনিটের সাইবার টিম থানা থেকে জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেঃকোঃ এর এলআইসি শাখার সহায়তা নিয়ে মোবাইলটি উদ্ধার করে। ২ এপিবিএন মেঘলা, বান্দরবান এর অধিনায়ক মহোদয় এর অনুমতিক্রমে অদ্য ১১/০১/২০২৩ তাং মালিকের পক্ষে মোঃ আবদুল আজিজের কাছে মোবাইলটি হস্তান্তর করা হয়।