Achivement

বিরল প্রজাতির হাশঁপা তক্ষক সহ গ্রেফতার ০১।

অদ্য ১৯/১০/২০২২ খ্রিঃ ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্ত্বে এসআই মহিউদ্দিন আহমেদ, পিপিএম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান সদর থানাধীন ৯নং ওয়ার্ড ইসলামপুর, লাংগিপাড়া এলাকা হতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিরল প্রজাতির হাশঁপা তক্ষক অবৈধভাবে বিক্রয়কালে জনি মারমা (২৯) রাঙ্গামাটি ও বাবু চাকমা (২৪) খাগড়াছড়িকে ০১ (এক) টি হাশঁপা তক্ষক অনুমান উচ্চতা ৯ ইঞ্চিসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদ্বয়কে জিঙ্গাসাবাদে জানান যে, উক্ত হাশঁপা তক্ষকটির অবৈধ বাজার মূল্য কয়েক কোটি টাকা। ইহা ছাড়াও গত ১৭/১০/২০২২তাং বান্দরবানের সদর থানাধীন এলাকা হইতে ২০ লিটার মদ সহ একাধিক মাদক মামলার আসামী রাজিব বড়ুয়া (৪৮) কে গ্রেফতার করা হয়।

Our others achivements