Achivement

২ এপিবিএন এর অভিযানে ৪০০ (চারশত) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান, এসআই(নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-০৫/২০২৪ তারিখঃ ১৪/০২/২০২৪ খ্রিঃ মূলে টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে মধুপুর থানাধীন থানারবাইদ কে.আর. প্রাইমারি এন্ড জুনিয়র স্কুল এর পাশে অবস্থানকালে ইং ১৫/০২/২০২৪ তারিখ ০১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ১০ নং ফুলবাগচালা ইউনিয়ন, ওয়ার্ড নং-০৯, শাহীন রেমা এর বাড়িতে কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ইং ১৫/০২/২০২৪ তারিখ রাত্র ২.০০ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ১০নং ফুলবাগচালা ইউনিয়ন, ওয়ার্ড নং-০৯, শাহীন রেমা এর বাড়িতে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্স ও নারী কং/২৮৪২ মোছাঃ আফরীন সুলতানা পূষ্প, নারী কং/২৮২৭ লাইজু আক্তার লামদের সহায়তায় আসামী ২। লিজু মৃ (৪০),স্বামী-শাহীন রেমা, মাতা-প্রেজিতা মৃ, সাং-বনরিয়া, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করা হয় এবং অপর আসামী ১। শাহীন রেমা (৪৮), পিতা-প্রনবদিব্রা, মাতা-নির্জলা রেমা, সাং-বনরিয়া, ডাকঘর-পীরগাছা, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল কৌশলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষী ১। লোকাস রেমা (৫১), পিতা-মৃত মিনেন্দ্র চিচাম, মাতা- মার্তা রেমা, সাং-তেতুলপাড়া, ২। মনোরম সাংমা (৪৯), পিতা-মৃত জেরুমমারাক, মাতা-মিুরুনীসাংমা, সাং-বানোরিয়া, উভয় থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল, ৩। এএসআই(নিঃ)/২১৭২ মোঃ কামরুল হাসান, বিপি-৮৫০৫০৯৮৬০৪, ২-এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহদের উপস্থিতিতে ধৃত ২নং আসামীর দেখানো মতে তার নিজ বসত বাড়ী হতে ০৪ (চার) টি নীল রংয়ের ঢাকনাযুক্ত প্লাস্টিকের ড্রাম, যার প্রতিটিতে ১০০ (একশত) লিটার করে সর্বমোট ১০০দ্ধ৪=৪০০ (চারশত) লিটার চোলাই মদ, যার মূল্য অনুমান ১২০দ্ধ৪০০=৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এসআই(নিঃ) আঃ জলিল জব্দ তালিকা মূলে জব্দ করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা এবং ০১ নং পলাতক আসামী শাহীন রেমা (৪৮) তার স্বামী বলে জানায়। আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় চোলাই মদ তৈরী করে বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মধুপুর থানার মামলা নং-০৫, তাং- ১৫/০২/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪-গ/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements