Achivement

২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক ০১ জন অনলাইন জুয়ারী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টর্স, মেঘলা, বান্দরবানের এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সঙ্গীয় অফিসার ও ফোর্স বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বান্দরবান পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ, সবুজবাগ হাফেজঘোনা, সুমন এন্টারপ্রাইজ নামীয় ভাঙ্গারীর দোকানের ভিতর আসামী- ১। মোঃ ইলিয়াছ‘কে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং ব্লু রংয়ের Redmi Note 11Pro ও কালো ROG phone11 মডেলের ২ টি মোবাইল ফোন উদ্ধার কার হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে একটি জুয়া খেলার jaya9 প্লেয়ার আইডি (যেটির ইউজার নাম elias54, পাসওয়ার্ড- Elias420) পাওয়া যায় এবং অনলাইন জুয়ার একাধীক ইউজার আইডি ব্যবহার করে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন পরিমাণের অনলাইনে জুয়া খেলার অর্থ লেনদেন করেন। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং- ১২ তারিখঃ ১৭/৯/২৩খ্রিঃ মূলে, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা, তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩০(২) ধারায় মামলা রুজু করা হয়।

Our others achivements