গত ০৩/০৩/২০২২খ্রিঃ তারিখ মঙ্গলবার বিশ্বস্ত মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার কতিপয় চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে স্বীয় অধিক্ষেত্রে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নতুন বাজার এলাকা থেকে অভিযুক্ত মোঃ মোশারফ হোসেন (৩০), পিতা- আব্দুল লতিফ, মাতাঃ রোকেয়া বেগম, সাং- আকুয়া চুকাইতলা (আকুয়া), থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ এবং মোঃ মোজাহিদুল ইসলাম (৪৬), পিতা- মৃত আব্দুস সামাদ, মাতাঃ জেবুন্নেছা, সাং-তারাটি চরপাড়া, পোষ্টঃ ফকিরগঞ্জ, থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ, উভয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল ফোন এবং ০১টি পুরাতন মোটরসাইকেল-সহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিগণ নিজেরা নিয়মিতভাবে ইয়াবা সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচায় জড়িত রয়েছেন মর্মে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক নিকটস্থ মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ক্রমিক ১০ (ক) মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত মোঃ মোশারফ হোসেনের বিরুদ্ধে এর আগে ময়মনসিংহ সদর থানার মামলা নং-১৮, তারিখ- ০৮ আগষ্ট, ২০০৭খ্রিঃ ধারা ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মাদক বিরোধী চলমান অভিযান সফল করতে আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পাশে থাকুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।