Achivement

২ এপিবিএন কর্তৃক ০২টি অনলাইন জুয়া খেলার আইডিসহ ০১ জন অনলাইন জুয়ারি গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম মেটা (১/৩) এর সহয়তায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অফিসার-ফোর্সসহ ১৯/৯/২০২৩খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন ঝাওইয়াল বাজারে “মা-বাবার দোয়া স্টোর“ দোকানে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ আমিনুর (৩২), পিতা- মৃত আনসার আলী, মাতা- জরিনা বেগম, সাং- ঝাওয়াইল (ঘোষ বাড়ি), থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল‘কে আটক করা হয় এবং ০১ টি Vivo Y33S মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইন জুয়ার 9WICKETS সাইটে ০১ টি একাউন্ট যার User Name- RASEL963, mail-rasel963@gmail.com, বর্তমান ব্যালেন্স (ডিজিটাল মুদ্রা) 26.60 PBU এবং 9WICKETS সাইটে ০১ টি একাউন্ট যার User Name- Akash10, mail-mdsabujislam7171@gmail.com, যার বর্তমান ব্যালেন্স- (ডিজিটাল মুদ্রা) 57.29 PBU পাওয়া যায়।ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ উক্ত ০২ টি আইডি দ্বারা অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে।বর্ণিত ০২ টি আইডির ট্রানজেকশন বিবরণী পর্যালোচনায় দেখা যায় যে, ধৃত আসামী বর্ণিত ০২ টি আইডিতে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন অংকের টাকা লেনদেন করেছে। ধৃত আসামির বিরুদ্ধে গোপালপুর থানার মামলা নং ১০ তারিখ- ২০/০৯/২০২৩ খ্রি:, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩০(২) রুজু করা হয়।

Our others achivements