২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৯/০৭/২০২৩ খ্র্রিঃ তারিখ বান্দরবান সদর থানাধীন তালুকদার পাড়াস্থ ভান্ডারী পাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের বসত বাড়ির সামনে অভিযান পরিচালনা করে দুপুর ১৩:০০ ঘটিকার সময় -১। মোঃ ছলিমুল্লাহ (৪২), পিতা-মৃত নুর আহমদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-বম ফাঁদ খোলা, বমু ইউপিস্থ ০৮নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ২। মোঃ বাবুল হোসেন (২৬), পিতা-বাদশা মিয়া, মাতা-রোশন আক্তার, সাং-দরবেশ হাট, ০৬নং ওয়ার্ড, আমিরাবাদ, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, উভয় এ/পি তালুকদার পাড়াস্থ ভান্ডারী পাড়া, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন, ০৪নং ওয়ার্ড, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবানদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের তল্লাশি করে ০২ (দুই) টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের মোবাইল ফোন পর্যালোচনা করে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলা পরিচালনা করার Jeetwin এবং babu88 এ্যাপসে ০২ টি একাউন্ট পাওয়া যায়।যার Jeetwin একাউন্টে বর্তমানে সর্বমোট ৬০০/- কয়েন (টাকা) আছে| কিন্তু ব্যাপক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অনলাইনে জুয়া খেলার র্পযাপ্ত প্রমান পাওয়া যায়নি বিধায় নিজ নিজ অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধির নিকট বিশেষ শর্ত সাপেক্ষে জিম্মায় প্রদান করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। (যার নং-৪০০, তাং-০৯/০৭/২০২৩ খ্রিঃ)