Achivement

অনলাইন জুয়া খেলার Bet 365 সাইটের ০১ টি অনলাইন জুয়া আইডি উদ্ধার ও নগদ টাকাসহ ০১ জন অনলাইন জুয়ারি গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন সাইবার সেলের এসআই(নিঃ) মোঃ রবিউল আওয়াল এর নেতৃত্বে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৭৬/২০২৩ তারিখঃ ৩১/১০/২০২৩ ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন রাত্রী ২০.৪০ ঘটিকায় ময়মনসিংহ কোতয়ালী থানাধীন পূরবী সিনেমা হলের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন বাঘমারা এলাকার ব্রাম্মপল্লী রোডে রৌজা টেইলার্স নামক দোকানে কতিপয় লোক মোবাইল অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ ২১.০৫ ঘটিকায় ঘটনাস্থলের রৌজা টেইলার্স নামক দোকানে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন লোক পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১। মোঃ রনি(২৩), পিতা- মোঃ আজিম, মাতা- মৃত মজিরন বেগম, সাং- শেওরা, থানা- কোতয়ালী, জেলা- ময়মনসিংহকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা অবস্থায় ১। হালকা গোলাপি রংয়ের ০১ টি Xiaomi-11 Lite মোবাইল ফোন যার মডেল নং- M2101K9AG, IMEI NO-865869053948685/ 865869053948693 যার মধ্যে রক্ষিত ০১ টি গ্রামীন সিম, যার নং- ০১৭৯৫৩৭৭০২১, (২) ধৃত আসামীর পরিহিত প্যান্টের বাম পকেটে নগদ টাকা ১০০ টাকার নোট ০১ টি (১০০x১)= ১০০ টাকা, ২০০ টাকার নোট ০৩ টি (২০০x৩)= ৬০০ টাকা, ৫০০ টাকার নোট ৩১ টি (৫০০x৩১)= ১৫,৫০০ টাকা, ১০০০ টাকার নোট ০৫ টি (১০০০x৫)= ৫,০০০ টাকা সর্বমোট ২১,২০০/- (একুশ হাজার দুইশত) টাকা পাওয়া যায়।ধৃত আসামীর ব্যবহৃত মোবাইল ফোনের Google Chrome Browser History পর্যালোচনা করে অনলাইন জুয়া খেলার সাইট Bet 365 এ একটি একাউন্ট পাওয়া যায়, যার User Name- Salina6649 সহ একাধিক অনলাইন জুয়া খেলার অ্যাপস ও সাইট রয়েছে এবং বিভিন্ন তারিখ ও সময়ে অনলাইন জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করার তথ্য রয়েছে।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে।ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় সৌপর্দ করে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৩, তারিখ-০১/১১/২০২৩ খ্রিঃ।

Our others achivements