২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, এসআই(নিঃ)/মাইকেল বনিক এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-২০৯/২৩, তারিখ-১২/১০/২০২৩খ্রিঃ মূলে সাতকানিয়া থানার জিডি নং-৫৫৭, তারিখঃ ০৯/১০/২০২৩ খ্রিঃ এর নিখোঁজ ভিকটিম ফাইরোজ সালসাবিলা রিমি (১৭), পিতা-মোঃ মাছুম, মাতা-রোকেয়া বেগম, সাং-শাহা আকাম উদ্দিন পাড়া, বারদোনা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম কে উদ্ধারের জন্য সহযোগিতার আবেদন করিলে নিখোঁজ ভিকটিম’কে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ইং ১৩/১০/২০২৩ তারিখ রাত ০১:৫০ ঘটিকায় বান্দরবান জেলার সদর থানাধীন ০৫নং ওয়ার্ডের চেইঙ্গা এলাকা হতে নিখোঁজ ফাইরোজ সালসাবিলা রিমি (১৭) কে উদ্ধার করে নিখোঁজ ভিকটিমের পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হলো।