ইং ০৪/০৩/২০২৩ তারিখ ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় ২ এপিবিএন,মুক্তাগাছা, ময়মনসিংহের অপস টিমের এসআই (নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৪/০৩/২৩ খ্রিঃ তারিখ দিবা গত রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী ১২:৪৫ ঘটিকায় ময়মমসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ক্লিনিকের উত্তরপার্শ্বে পুরাতন বাসষ্ট্যান্ড সাহেব বাজারস্থ তারা মিয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আসাদুল ইসলাম(৩২),পিতা-মোঃ শামসুল হোক, মাতা-আনোয়ারা,সাং- কৃষ্ণনগর,থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকেসন্দেহ হলে তল্লাশী করে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার সহ মাদক পরিবহনের কাজে ব্যবহারিত ০১(এক) টি অটোরিক্সা ও মাদক বিক্রয়ের নগদ ২,০০০/-(দুই হাজার) টাকা সহ তাহাকে গ্রেফতার করা হয়।উক্ত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।