। বাদী নূরুল ইসলাম অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি), মুক্তাগাছা, ময়মনসিংহ বরাবরে একটি অভিযোগ করে, উক্ত অভিযোগে তিনি উল্লেখ করে তার ছেলে- মোঃ জাহাঙ্গীর আলম (১৮), পিতা-নূরুল ইসলাম, মাতা- জায়েদা বেগম, গ্রাম- পারুলীতলা, ডাকঘরঃ গাবতলী, ইউনিয়নঃ ঘোগা, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ। সে বিগত সাত বছর যাবৎ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন করে আসছে। প্রতি রাত নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফিরে অশান্তির সৃষ্টি করে। বাদীর ছেলে প্রতিদিন নেশা করার জন্য টাকা চেয়ে না পেলে পরিবারের সকলের সঙ্গে খারাপ আচরন করে। মোঃ জাহাঙ্গীর আলম (১৮), নেশাগ্রস্থ অবস্থায় তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করে। বাদীর ছেলের এই অবস্থার কারনে পরিবারের সবাই খুবই অতিষ্ট। বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুক্তাগাছা, ময়মনসিংহের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন এর অপাঃ এন্ড ইন্টিঃ শাখার সিসি নং- ৭৩/২৩, জিডি নং-৭২/২৩ তারিখ- ১৮/১০/২০২৩ খ্রিঃ মূলে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পারুলীতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইং ১৮/১০/২০২৩ তারিখ ১৭.০০ ঘটিকায় অভিযুক্ত ১। মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-নূরুল ইসলাম, মাতা- জায়েদা বেগম, গ্রাম- পারুলীতলা, ডাকঘরঃ গাবতলী, ইউনিয়নঃ ঘোগা, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে তার নিজ বাড়ী হতে মাদকদ্রব্য সেবন করা অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে জনাব, একেএম লুৎফর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুক্তাগাছা, ময়মনসিংহ মহোদয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।(যার মোবাইল কোর্ট মামলা নং- ৮০/২৩, তারিখ- ১৮/১০/২০২৩ খ্রিঃ)