২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রবিউল আউয়াল এর নেতৃত্বে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-০৯/২৪, জিডি নং-১৮, তারিখ-০৫/০৩/২০২৪ খ্রিঃ মূলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান করাকালে ইং ০৫/০৩/২০২৪ তারিখ সন্ধা ১৮.৫০ ঘটিকায় মুক্তাগাছা ছোট মসজিদ মোড় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মুক্তাগাছা থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ড পাড়াটঙ্গী সেবাপল্লি এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ড পাড়াটঙ্গী সেবাপল্লী আব্দুল হাই স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর ইং ০৫/০৩/২০২৪ তারিখ ১৯.১০ ঘটিকায় পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০১ (এক) জনকে ধৃত করে পালানোর কারন জিজ্ঞাসাবাদ করে। জিঙ্গাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং এলোমেলো কথাবার্তা বলতে থাকে। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ (ত্রিশ) পিস নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট উপস্থিত সাক্ষী ’দের উপস্থিতিতে নিজ হাতে বের করে দেওয়া মতে এসআই(নিঃ)/ মোঃ রবিউল আউয়াল ইং ০৫/০৩/২০২৪ তারিখ ১৯.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে কেনা-বেচা করে আসছে বলে স্বীকার করে। পরবর্তীতে ধৃত আসামীকে মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-০৭, তারিখ- ০৬/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ক্রমিক ২৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।