২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৫২/২০২৩ তারিখঃ ০৭/৮/২০২৩ ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টাঙ্গাইল জেলার গোপালপুর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং ০৭/৮/২০২৩ তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার গোপালপুর থানা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালপুর থানার উত্তর পাশে মোঃ আল মামুন এর মুমু কনফেকশনারী দোকান হোল্ডিং নং-৬৩৩ কতিপয় ব্যক্তি তাদের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০৭/৮/২০২৩ তারিখ ১৭.০০ ঘটিকার সময় গোপালপুর থানাধীন আল মামুন এর মুমু কনফেকশনারী দোকান হোল্ডিং নং-৬৩৩ এর ভিতর অভিযান পরিচালনা করে ১।মোঃ সিয়ামুর রহমান সিয়াম, পিতা-মোঃ বেলায়েত হোসেন, মাতা-মোছাঃ আফরোজা বেগম, সাং-ধোপাকান্দি, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল‘কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষি ১।মোঃ আল মামুন (৩৫), পিতা-আঃ সাত্তার, মাতা-মাকসুদা বেগম, সাং-বাইশ কাইল ২।মোঃ নঈম(২৪), পিতা-সইদুর রহমান, মাতা-নাছিমা বেগম, সাং-উত্তর বিলডগা, উভয় থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল ৩। কং/২৫৫৫ মোঃ মেহের আলী, বিপি- ৮০০০০৩৩০৭৭, ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহদের উপস্থিতিতে তল্লাশি করে। তল্লাশিকালে (ক) ০১ টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার পিছনে নীল রং, যার মডেল নং-OPPO A7 IMEI-867813042371078 / 867813042371060 যাতে ব্যবহৃত সিম নং 01615-568621/ 01306-806896 যাতে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাপস্ আছে (খ)1XBet এর Mobicash এ্যাপস্ এর থেকে প্রাপ্ত EPOS ID NO-1163138 যার মোট ব্যালেন্স ১৬,৩৮,৭৯৫/- (ষোল লক্ষ আটত্রিশ হাজার সাতশত পচানব্বই) টাকা ও User ID NO 124307 (গ)1XBet এর PLAYER NAME-LIPI DEBNATH বZ©মান ব্যালেন্স ১০.৫৪ টাকা এবং Account Number ID-654851177 যা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী তার দেখানো মতে এবং সকল আলামত ধৃত আসামী নিজ হাতে বের করে দেওয়া মতে ও পর্যাপ্ত বিদ্যুতের আলোতে ইং ০৭/৮/২০২৩ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীর মোবাইল ফোনে রক্ষিত এ্যাপস্ পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া পরিচালনা ও খেলার 1XBet এ্যাপস্সহ একাধিক অনলাইন জুয়ার এ্যাপস্ এবং অনলাইনে জুয়া খেলা পরিচালনা করার জন্য টাকা লেনদেনের কাজে ব্যবহৃত Mobicash এ্যাপস্ পাওয়া যায়, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে জুয়া খেলা এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত আসামীর অনলাইন জুয়া খেলা পরিচালনা ব্যতীত প্রদর্শিত কোন আয়ের উৎস নেই। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোপালপুর থানায় প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০(২) ধারায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।