Achivement

২ এপিবিএন কর্তৃক ২৫০ গ্রাম গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার এবং ০১ টি পরিত্যক্ত দা উদ্ধার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আতারামপুর গ্রামের আবুল কাশেমের দোকানের সামনে উপস্থিত হয়ে মাদক বিরোধি অভিযান পরিচালনা করে ১। মোঃ শফিকুল ইসলাম (৫৫), পিতা- মৃত মাতাব্বর আলী, মাতা- মৃত ফুলবানু বেগম, সাং- আতারামপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হইতে পরিত্যক্ত অবস্থায় ২৪.৫ ইঞ্চি লম্বা একটি  দা উদ্ধার করা হয় । ধৃত আসামী  ইতিপূর্বে ঢাকা মহানগরে শ্যামপুর থানায় অস্ত্র সহ গ্রেফতার হয়ে ১৪ বছর কারাভোগ শেষে মুক্তি পায় এবং তাহার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীর বিরুদ্ধে নান্দাইল থানায় নিয়মিত মামলা রুজু করা হয় ।

Our others achivements