২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৪৭/২০২৩ তারিখঃ ১৮/৭/২০২৩ ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং ১৮/৭/২০২৩ তারিখ ১৯.১০ ঘটিকার সময় মোহনগঞ্জ থানাধীন শিয়ালজানি ব্রিজ (গোডাউন মোড়) এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বড় মসজিদ মার্কেট বাজারে কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১৮/৭/২০২৩ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় মোহনগঞ্জ থানাধীন বড়মসজিদ মার্কেটের মোঃ সাজু মিয়ার গার্মেন্টেসের দোকানে অভিযান পরিচালনা করে ১। মোঃ শুভ মিয়া(২৪), পিতা- মোঃ মমিন মিয়া, মাতা- মোসাঃ ঝর্না বেগম, ২। মোঃ সাজু মিয়া(২৭), পিতা- মোঃ সবুজ মিয়া, মাতা- মোসাঃ সানু আক্তার, উভয় সাং- ধনপুর, থানা- বরহাট্টা,জেলা- নেত্রকোনাদের গ্রেফতার করে। উপস্থিত সাক্ষি ১। মোঃ মিলু মিয়া(৫৯), পিতা- মৃত চাঁন মিয়া, মাতা- নয়ন ভানু, সাং- ধনপুর, ২। দ্বীপচন্দ্র ঘোষ(২৩), পিতা- সমিরন চন্দ্র ঘোষ, মাতা- অঞ্জনা রানী, সাং- থানা রোড, উভয় থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা, ৩। কং/২৫৫৫ মোঃ মেহের আলী, বিপি- ৮০০০০৩৩০৭৭, ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহদের উপস্থিতিতে তাদের তল্লাশি করে। তল্লাশিকালে মোট ০৩ টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার মধ্যে নেভি-ব্লু রংয়ের VIVO ফোন যার মডেল নং Y-51 IMEI-8640330589462901/ 864033058946282 যাতে ব্যবহৃত সিম নং ০১৭৪৫৯০০৪৪১/০১৯৩৭৬৬৫১৫৬ যাতে অনলাইন জুয়া পরিচালনার 1XBet এ্যাপস আছে। যার User ID NO ৩৫১১২৩৬৯৭ অপরটির পিছনের কভার মুক্তা পলি রংয়ের OPPO কোম্পানির A-95 সিরিজের ফোন যার মডেল নং CPH2365 ও IMEI-867301053003855/867301053003855 ও ব্যবহৃত সিম নং ০১৩২৭৯৬৯৭৪৩/০১৭৮৭৩৯২৯৩৯ আছে। যাতে অনলাইন জুয়া পরিচালনার 1XBet যার User ID NO-568745435 এবং Mobicash এর EPOS ID NO-1173506 যার মোট ব্যালেন্স ৩৬,৫৫৭২৩.৭৫/- (ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার সাতশত তেইশ টাকা পচাত্তর পয়সা) টাকা এবং User ID NO-146877 এ বর্তমান ব্যালেন্স ৬৯,৪৬৩.০১/- (উনসত্তর হাজার চারশত তেষট্টি টাকা এক পয়সা) টাকা আছে এবং Perfect Money এ্যাপস যার User ID NO-1)G30965994, 2)U32864389 যাতে ২৪.৬৪ USD আছে, 3) E30838949 এবং বিকাশ এ্যাপস এর আকাশ আহমেদ একাউন্টে ৪,৫৯৪.৩৩/- (চার হাজার পাঁচশত চুরানব্বই টাকা তেত্রিশ পয়শা) টাকা আছে ও নগদ একাউন্টে ৩৬,৪৬৬.৫৩/- (ছত্রিশ হাজার চাঁরশত ছেষট্টি টাকা তিপান্ন পয়শা) টাকা আছে। ধৃত অপর আসামী সাজু মিয়ার-১ টি SAMSUNG কোম্পানির ছাই রংয়ের Galaxy-Mois সিরিজের মোবাইল ফোন যার মডেল নং SM-MO17F/DS যার IMEI NO-351886130111591/ 355435510111593 ও ব্যবহৃত সিম নং ০১৯২৮৭৯৫৯৯৩/ ০১৭৪৪১১৮১৫৫ আছে। যাতে অনলাইন জুয়া খেলার 1XBet এ্যপস আছে। যার আইডি নং- ৩৮৬৬৪৬৬২৯ ও User Name Shazu Mia আছে যাতে বর্তমান ব্যালেন্স নেই। যা ধৃত আসামীর দোকানের কাউন্টার (টেবিল) উপর থেকে তার দেখানো মতে এবং সকল আলামত ধৃত আসামীদ্বয় নিজ হাতে বের করে দেওয়া মতে ও পর্যাপ্ত বিদ্যুতের আলোতে ইং ১৮/৭/২০২৩ তারিখ ২১.৪৫ ঘটিকার সময় উপস্থিত সাক্ষিদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীদের মোবাইল ফোনে রক্ষিত এ্যাপস্ পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া পরিচালনা ও খেলার 1XBet এ্যাপস্সহ একাধিক অনলাইন জুয়ার এ্যাপস্ এবং অনলাইনে জুয়া খেলা পরিচালনা করার জন্য টাকা লেনদেনের কাজে ব্যবহৃত Mobicash, Perfect Money এ্যাপস্ পাওয়া যায়, ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসাবে খেলা পরিচালনা করে আসছে। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত ১ নং আসামীর অনলাইন জুয়া খেলা পরিচালনা ব্যতীত প্রদর্শিত কোন আয়ের উৎস নেই। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০(২) ধারায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।