Achivement

২ এপিবিএন এর অভিযানে ০১ টি 1xbet অনলাইন জুয়া আইডি উদ্ধার ও একজন জুয়ারি গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে  ০১/৬/২০২৩খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকার সময় ঝিনাইগাতী থানাধীন তিনানী বাজারে অভিযান পরিচালনা করে তিনানী বাজার ব্রীজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে মোঃ আনোয়ার হোসেন(৪২), পিতা- মোঃ ছাবেদ আলী মাষ্টার, মাতা- মাজেদা খাতুন, সাং- মালিঝিকান্দা (দেবত্তর পাড়া), থানা- ঝিনাইদগাতী, জেলা- শেরপুর‘কে গ্রেফতার করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন হতে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার 1xBet এজেন্ট আইডি (যার নাম্বার- Anuwarx) উদ্ধার  করা হয়। যাতে তার বর্তমান সর্বমোট ব্যালেন্স (ডিজিটাল মূদ্রা) PBU 74.50 আছে।ধৃত আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় সংশ্লিষ্ট  আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

Our others achivements