Achivement

১৬ এপ্রিল ২০২২ ০২ (দুই) কেজি গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার

১৬ এপ্রিল ২০২২ রোজ শনিবার সন্ধায় জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন বালিজুড়ী বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২ এপিবিএন এর অপারেশন টিম। উক্ত অভিযানে আসামী ০১। মোঃ ইব্রাহিম (২৩), পিতা- নূরুল আকন্দ, মাতা- দোলা বেগম, ০২। মোঃ মামুন (২২), পিতা- মোঃ আলম, মাতা- মরিয়ম বেগম, উভয় সাং- কাঠমা (কৃষ্ণ নগর), থানা- ইসলামপুর, জেলা- জামালপুরদ্বয়কে ০২ (দুই) কেজি গাঁজা এবং ০১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে জামালপুর মাদারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Our others achivements