Achivement

বিকাশ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া ৮,৬২০টাকা উদ্ধার।

গত ২৭/০২/২০২৩ খ্রিঃ রাত অনুমান ০৭ঃ৫৬ ঘটিকার সময় বিকাশ পার্সোনাল এ্যাকাউন্ট নম্বর ০১৮২২-৩৩৮৬৮ থেকে অপর একটি বিকাশ এজেন্ট এ্যাকাউন্ট নম্বর ০১৭৯০-২১৪৪৬৬’তে ৮,৬২০/- টাকা পাঠানোর সময় ভুলক্রমে বিকাশ এ্যাকাউন্ট নম্বর ০১৭৯০-২১৮৮৬৬’তে চলে যায়। পরবর্তীতে ভুক্তভোগী সেফা আয়াত হোসেন বান্দরবান সদর থানায় সাধারণ ডাইরী (জিডি) নং-৫৭৪, তাং-১৩/০৩/২০২৩ খ্রিঃ দায়ের করেন। উক্ত জিডির কপি ২ এপিবিএন, মেঘলা বান্দরবানের সাইবার এনালাইসিস টিম সংগ্রহ করে অত্র ইউনিটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান স্যার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সাইবার টিমের ইনচার্জ এএসআই (নিরস্ত্র) আল আবদুল্লাহ এপিবিএন হেঃকোঃ এর এলআইসি শাখার সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভুলক্রমে চলে যাওয়া বিকাশ এ্যাকাউন্ট নম্বর ০১৭৯০-২১৮৮৬৬ এর পরিচয় চিহ্নিত করেন। ভুলক্রমে চলে যাওয়া টাকা অদ্য ২৫/০৩/২০২৩ খ্রিঃ উদ্ধার পূর্বক ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের উপস্থিতিতে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

Our others achivements