২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ১৫/০৫/২০২৩ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় সখিপুর থানাধীন দেবরাজ বাজারের জনৈক আশিকুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ মনির হোসেন(২৯),পিতা- মোঃ বেল্লাল হোসেন, মাতা- মোছাঃ পৈয়রণ আক্তার, সাং- দেবরাজ, থানা- সখিপুর, জেলা- টাঙ্গাইলকে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে তার ব্যাবহৃত ০২ টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। ধৃত আসামীর জব্দকৃত মোবাইল ফোনে থাকা এ্যাপস্ পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার এ্যাপস্ 1xBet (যার আইডি নাম্বার 543445383) সহ বিভিন্ন অনলাইন জুয়ার এ্যাপস পাওয়া যায়। এছাড়া অনলাইনে জুয়া খেলা পরিচালনা করার জন্য টাকা লেনদেনের কাজে ব্যবহৃত Mobcash এ্যাপস (যার আইডি নাম্বার 1176029) পাওয়া যায়, যাতে তার নিজস্ব একাউন্টে বর্তমানে ৫৬,৬৪৭.৯০/- (ছাপ্পান্ন হাজার ছয়শত সাতচল্লিশ টাকা নব্বই পয়সা) আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সখিপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন তৎসহ জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।