Achivement

২ এপিবিএন, কর্তৃক একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-২২৭/২৩, তারিখঃ ২৭/১১/২০২৩ খ্রিঃ মূলে এসআই (নিঃ) মাইকেল বনিক ও এএসআই(সঃ) মোঃ রবিউল করিম সিকদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন ট্রাফিক মোড়ে অবস্থানকালে ইং ২৭/১১/২০২৩ তারিখ ২৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন যৌথ খামারস্থ পরিমল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১। মোঃ রাসেল (৩২), পিতা-মৃত আব্দুল মন্নাফ, মাতা-মৃত রোজিমা, সাং-পূর্র্ব পাড়া, ০৪ নং ওয়ার্ড, কাউয়ারখোপ ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার এ/পি সাং-কাশেম পাড়া (আরিফ চৌধুরীর বাড়ীর ভাড়াটিয়া), ৯নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান এর হেফাজত হতে ২০ (বিশ) পিচ লালচে-গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতঃ উদ্ধারকৃত আলামত স্বাক্ষীগণের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং- ১৭, তারিখঃ ২৮/১১/২৩খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।

Our others achivements