২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৪/৬/২০২৩ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মধ্যহিস্যা সিদ্দিক হোসেনের বাড়িতে অভিযান পরিচলনা করে তার বাড়ীর নিচতলার ভাড়াটিয়া ১।মোঃ হুমায়ুন কবির(২২), ২। আমিনুল ইসলাম বুলবুল(২১), ৩। সাকিব হাসান(২০), দের গ্রেফতার করা হয় এবং তাদের রুম তল্লাশি করে তাদের ব্যবহৃত ০২টি ল্যাপটপ, ০৪টি মোবাইল ফোন, ০২টি কম্পিউটার জব্দ করা হয়। তাদের মোবাইল ফোন ও ল্যাপটপে অনলাইন জুয়া খেলা পরিচালনা করার winx365 এজেন্ট একাউন্ট ও 7Wicket একাউন্ট পাওয়া যায়। কিন্তু ব্যাপক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অনলাইনে জুয়া খেলার পর্যাপ্ত প্রমান পাওয়া যায়নি। বিধায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাদের নিজ নিজ অভিভাবকের নিকট জব্দকৃত মালামালসহ শর্ত সাপেক্ষে জামিন মূলে জিম্মায় প্রদান করা হয়। পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি সাধারন ডাইরী করা হয়।