২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ জামাল হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৫/০৬/২০২৩ খ্র্রিঃ তারিখ বান্দরবান সদর থানাধীন এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন কানাপাড়ায় অবস্থানকালে ইং ২৫/০৬/২৩ খ্রিঃ দুপুর ১২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভাস্থ পৌর ভবনের পার্শে¦ বান্দরবান সরকারী কলেজ শিক্ষক ডরমেটরি ভবনের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২:৪৫ ঘটিকার সময় ২০৫ (দুইশত পাঁচ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা যথাক্রমে ১। মোঃ রেজাউল করিম ওরফে মিন্টু (৩০), পিতা-মৃত দুলা মিয়া, মাতা-মোছাঃ আয়েশা বেগম, ২। মোঃ তারেক হোসেন (১৮), পিতা-মোঃ ফরিদুল বেগম, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, উভয় সাং-উলুবুনিয়া, ৪নং ওয়ার্ড, ডুলহাজারা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।