২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ১৩/০৮/২০২৩খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় বান্দরবান সদর থানাধীন রুমা বাসস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে বান্দরবান পৌরসভাধীন ০৮নং ওয়ার্ডস্থ রুমা বাসস্টেশন সংলগ্ন রাস্তার পূর্ব প্বার্শে অবস্থিত চায়ের দোকান (মুনতাহা স্টোর) এর ভিতর হতে মোঃ রফিকুল ইসলাম (৩৮)‘কে গ্রেফতার করে। ধৃত আসামীর শরীর তল্লাশি করে তার পরিহিত শার্টের বুক পকেট হতে ০১ টি সচল itel Vision 1Pro অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। ধৃত আসামীর মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার JeetWin প্লেয়ার আইডি যার Username-DROFIKUL পাওয়া যায়। যাতে তার বর্তমান সর্বমোট বাংলাদেশী মূদ্রা BDT 127.63 আছে এবং অনলাইনে জুয়া খেলার ০১ টি BABU88 আইডি পাওয়া যায়। ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার নিয়মিত মামলা রুজু করা হয়।