Achivement

২ এপিবিএন সাইবার টিম (মেটা১/২) কর্তৃক বিভিন্ন ব্যান্ডের ০6 টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক মালিকগনকে হস্তান্তর।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে জিডি কপি (যথাক্রমে ১। ডিএমপি‘র মতিঝিল থানার জিডি নং-১৪৭১, তাং- ২৩/৬/২০২৩ খ্রিঃ, ২। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং-২৪, তাং-০১/৫/২০২৩খ্রিঃ, ৩। জামালপুর জেলার ইসলামপুর থানার জিডি নং- ৯৪৫, তাং-২৫/৪/২০২৩ খ্রিঃ, ৪। ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার জিডি নং-৪৩০৭ তাং-৩১/৭/২০২৩খ্রিঃ, ৫। ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার জিডি নং-২৩৭৩ তাং-২৮/৭/২০২২খ্রিঃ, 6| টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার জিডি নং-৫৫১ তাং-১৪/১০/২০২২খ্রিঃ) সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম (মেটা-১/২) কর্তৃক সর্বমোট ০6 (ছয়) টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন যথাক্রমে ১। Samsung J-6+ ২। Redmi A-1 ৩। Oppo A-15s ৪। Redmi Note 9 Pro ৫। Redmi Note 9 Pro 6। POCO M3 Power Black উদ্ধার পূর্বক ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়কের উপস্থিতিতে ইং ৩১/৮/২০২৩ তারিখ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের বিকিউএম(অতিরিক্ত পুলিশ সুপার), পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) এবং পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) প্রমূখগন।

Our others achivements