২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং- ১৮০, তারিখ- ০৪/০৩/২০২৩ খ্রিঃ, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার জিডি নং- ১৫৪৬ তাং- ২৯/১১/২০২২ খ্রিঃ, শেরপুর সদর থানার জিডি নং- ১৩২৬, তাং- ১৯/০৯/২০২২ খ্রিঃ, ঢাকা জেলার আশুলিয়া থানার জিডি নং- ৮৫৫ তাং-০৯/০৩/২০২২ খ্রিঃ, ময়মনসিংহ কোতয়ালী থানার জিডি নং- ২৮০৯ তাং- ২১/০১/২০২৩ খ্রিঃ, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং- ১৩০৩ তাং-২৭/০২/২০২৩ খ্রিঃ, গাইবান্ধা সদর থানার জিডি নং- ১৪১০, তাং- ২৪/০৭/২০২২ খ্রিঃ জিডি কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখার সদস্য কর্তৃক ১। SYMPHONY i 80, ২।REALME 9i, ৩।INFINIX HOT PLAY, ৪।REALME C21, ৫।REALME, ৬।ITEL VISION 1, ৭।TECNO KF6J সর্বমোট ০৭ (সাত) টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়ক মহোদয়ের অনুমতিক্রমে অদ্য ইং ০৫/০৪/২০২৩ তারিখ উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।