Achivement

২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খানমহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং- ২৩৭/২৩, তারিখঃ ১০/১২/২০২৩ খ্রিঃ মূলে এসআই (নিঃ) মাইকেল বনিক, এএসআই (সঃ) নূর আলম ও সঙ্গীয়অফিসার ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন রেইচা বাজারেঅবস্থানকালে ইং ১০/১২/২০২৩ তারিখ ২০:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বান্দরবানজেলার বাসস্ট্যান্ড হতে একটি সিএনজি যোগে একজন মাদক ব্যবসায়ী অবৈধ চোলাই মদসহ কেরানিহাট যাচ্ছে। সংবাদেরসত্যতা যাচাই করার জন্য ইং ১০/১২/২০২৩ তারিখ সময় ২০:১৫ ঘটিকায় বান্দরবান জেলার সদর থানাধীন, মেঘলাস্থবান্দরবান জেলা পরিষদ গেইটের সামনে কেরানিহাট-বান্দরবানগামি পাকা রাস্তার উপর উক্ত সিএনজিকে থামিয়ে তল্লাশী করে১। মোহাম্মদ ইলিয়াছ (৩৩), পিতা-মৃত আব্দুল অদুদ, মাতা-ছমুদা খাতুন, সাং-ফরিয়াদের কুল, ইউপি পদুয়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ৫৫.৫ (সাড়ে পঞ্চান্ন) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদেরউপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৭ , তারিখঃ ১১/১২/২৩খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ৩৬(১) সারণি ক্রমিক ২৪(খ)/৩৮ ধারায় মামলা রুজুকরা হয়।

Our others achivements