২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টর্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-৮৪/২৪, তারিখঃ ১৪/০৫/২০২৪ খ্রিঃ মূলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুউদ্দিন, এসআই (নিরস্ত্র)/মাইকেল বনিক, এএসআই (নিঃ)/ নূর ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বান্দরবান বাস টার্মিনাল ট্যানেলের দক্ষিণ পাশ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে আসামী- ১। মোঃ জাকির হোসেন (৪৬), পিতা-আব্দুল কাদের, মাতা-মৃত শহর বানু, সাং-বরিশাল পাড়া, হাফেজঘোনা, ০৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-সদর, জেলা-বান্দরবানের হেফাজত হতে ২২০ (দুইশত বিশ) পিচ লালচে-গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট যার মূল্য অনুমান ৬৬,০০০/- (ছেষট্টি হাজার) টাকা উদ্ধার করে উদ্ধারকৃত আলামত স্বাক্ষীগণের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং- ০৬, তারিখঃ ১৫/০৫/২৪ খ্রিঃ মূলে ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।