Achivement

২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক নিখোঁজ হওয়া কিশোরী উদ্ধার

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায়, এসআই (নিঃ)/ মোহাম্মদ আব্দুল কাইয়ুম, লোহাগাড়া থানার নিখোঁজ জিডি নং-১৪৬৮, তাং-২৯/৮/২৩খ্রিঃ মূলে আফরিন তামান্না আলিফা (১৫), পিতা-আবু তালেব, মাতা-সুমি আকতার, সাং-মল্লিক সুবহান, হাজিরপাড়া, ০৫নং ওয়ার্ড, আমিরাবাদ থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম গত ২৯/৮/২৩খ্রিঃ সকাল ০৮:০০ ঘটিকায় তাহার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। অদ্য ৩০/০৮/২০২৩খ্রিঃ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবান এর ফুট পেট্রোল ডিউটি করাকালীন ১৬:৩০ ঘটিকার সময় মেঘলা পর্যটন কেন্দ্রে দু‘জন মেয়ের গতিবিধি সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে আফরিন তামান্না আলিফা (১৫) জানায়, গতকাল ২৯/০৮/২০২৩খ্রিঃ সকাল ০৮:০০ ঘটিকায় তার নিজ বাড়ি থেকে তার বাড়ির পাশের ভাড়াটিয়া আয়েশা সিদ্দিকা (১৮) মিথ্যা প্রলোভনের মাধ্যমে ফুসলিয়ে বান্দরবান এর উদ্দেশ্যে নিয়ে আসে। পরবর্তীতে ২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক উদ্ধার পূর্বক ভিকটিম’কে বান্দরবান সদর থানার জিডি নং-১৪১৭, তাং-৩০/৮/২৩খ্রিঃ মূলে অভিভাবকের উপস্থিতিতে বুঝিয়ে দেওয়া হয়।

Our others achivements